
নিউজ ডেস্ক
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে মুহুরী নদীর ভাঙন স্থান বল্লার মুখ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে চিন্তার ভিন্নতা থাকতেই পারে। এমন একটা নির্বাচন এ জাতির পাওয়া প্রয়োজন, যাতে প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। ন্যূনতম সংস্কারগুলো না হলে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত সকলের ধৈর্য্য ধরে এ সরকারকে সহযোগিতা করা উচিত।
এর আগে তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত ও শহীদ ইশতিয়াকের বাবার সাথে কুশল বিনিময় করেন।
একই দিন বিকেলে তিনি জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট এ গণঅভ্যুত্থানের শহিদেরা যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য জীবন দিয়েছে। একই কাজ যদি আমরাও করি তাহলে তাদেরকে অপমান করা হবে। শহীদদেরকে অপমান করবেন না। পঙ্গুদেরকে অপমান করবেন না। গুম হওয়া যারা, তাদেরকে অপমান করবেন না।
ডা. শফিকুর রহমান বলেন, সবাই আসুন আমরা ভালোর দিকে ফিরে আসি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আর ভালোর কেন্দ্র বিন্দু হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া ভালো কিছু কেউ দিতে পারে নাই, দিতে পারবেও না। শ্রদ্ধা ও ভালবাসার বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা আপনাদের সমর্থন প্রত্যাশা করি। সেই সাথে ভুল ত্রুটি করলে সমালোচনাও প্রত্যাশা করি।