
নিউজ ডেস্ক
আজ (৩ ফেব্রুয়ারি) সোমবার রাজধানীর সচিবালয়ে শহীদ দিবস সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তিতুমীর কলেজ আন্দোলন করে মানুষের ভোগান্তি তৈরি করছে।
তিনি বলেন, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই তুলে দেবে। তিতুমীর কলেজ আন্দোলন করে মানুষের ভোগান্তি তৈরি করছে।সভা শেষে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।