
ওমর ফারুক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে বাংলাদেশ কে বদলাই, বিশ্বকে বদলাই প্রতিপাদ্যের সাথে একতাবদ্ধ হয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বর্ণীল সাজে, মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর বিভিন্ন ডিসপ্লে প্রর্দশন এর মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নরসিংদী জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শিবপুর শহীদ আসাদ কলেজে। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করে প্রতিযোগিতা শুরু হয় এরপরেই শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠিত হয়।

কলেজ মাঠে ৪ ফেব্রুয়ারি সোমবার সকাল হতে অনুষ্ঠিতব্য ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. নাসির উদ্দিন (৫২৮৬) বলেন, ‘সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখি জীবন। লেখাপড়ার সাথে সাথে আমাদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাও লাগবে। সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে শিক্ষার পাশাপাশি সকল ক্ষেত্রে আমাদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে হবে। শিক্ষার পাশাপাশি আমরা খেলাধুলা, সাহিত্য-সাংস্কৃতি ধরে রাখবো। সমাজে আলোকিত মানুষ হিসাবে শিক্ষার পাশাপাশি আমাদের অন্যান্য ক্যারিকুলামে দক্ষতা বৃদ্ধি করতে হবে।’

সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ও অফিসার্স কাউন্সিল এর সভাপতি মো. আবুল বাশার ভুইয়া বলেন, ‘ জীবনের মধ্যে পরিবর্তন আনার জন্য ই আমাদের সহ-কার্যক্রম পরিচালনা করা হয়। যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে যাতে তাদের মেধাকে যাচাই করতে পারে। এই কলেজের শিক্ষার্থীরা শুধু কলেজের প্রোগ্রামেই নয় তারা অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।’

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শহীদ আসাদ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান মিয়া নাদির হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এম এম আমজাদ হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নীগার লায়লা নীলা, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আয়েশা খাতুন, ইসলামি শিক্ষা ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন, প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. জগলুল হায়দার, পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল হোসেন সরকার, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মইন উদ্দিন আব্বাসী ও বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহ.অধ্যাপক, প্রভাষকবৃন্দসহ কমিটির সদস্য গাজী মাহমুদুল হাসান, মো. শরীফুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক আ. হামিদ প্রমূখ।

প্রতিযোগিতা শেষে কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।