মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

০৪ রমজান ১৪৪৬ হিজরী, ০৫ মার্চ’২৫ , বুধবার বিকাল চারটায় ভোলা সরকারি কলেজ মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার আহ্বায়ক মুহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ যোবায়ের হোসেন এর সঞ্চালনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিয়াম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরী। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, রমজান মাস হল সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধির পাশাপাশি নিজেকেও পরিশুদ্ধ করতে হবে । এ মাস অন্য সকল মাস অপেক্ষা উত্তম ও তাৎপর্যপূর্ণ। এ মাসের আমলের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। রহমত, মাগফেরাত আর নাজাতের বার্তা নিয়ে আসা রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। এ মাসে একটি নফল এবাদত করলে একটি ফরজ এবাদতের সমপরিমাণ সওয়াব অর্জিত হয় এবং একটি ফরজ আদায় করলে ৭০ টি ফরজের সমপরিমাণ সওয়াব অর্জিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, ব্যবস্থাপনা বিভাগ সহকারী অধ্যাপক মুহাম্মদ এরশাদ , বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ মনির হাসান , রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ সাহেদ উদ্দিন স্যার।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান চৌধুরী, সেক্রেটারি মুহাম্মদ মেহেদী হাসান, মুফতি মাওলানা তামিম সাহেব, মোহাদ্দিস (নবীপুর মাদ্রাসা)। আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান, সাবেক ভোলা সরকারি কলেজ সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান, মুহাম্মদ ফয়জুল্লাহ, মুহাম্মদ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বর্তমান কলেজ শাখার দায়িত্বশীলসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।