
জাবির আহম্মেদ জিহাদ
জামালপুরের ইসলামপুরে চিনাডুলী দারুল হাদীস মাদরাসার উদ্যোগে একটি বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে মাদরাসা সংলগ্ন হলরুমে আয়োজন করা হয় এই মাহফিলের।
ইফতার মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুস সাত্তার মাষ্টার। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যাক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা রমজান মাসের গুরুত্ব, ইবাদতের ফজিলত এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন। বক্তারা মুসলমানদের একতা, ভ্রাতৃত্ববোধ এবং দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এস.এম এরশাদ আলম তার বক্তব্যে বলেন, আজ এই পবিত্র রমজান মাসে আমরা একত্রিত হয়ে ইফতার মাহফিল এবং আলোচনা সভায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। রমজান আমাদের জন্য শুধুমাত্র উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধির, ইবাদত-বন্দেগি এবং পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস।
আমরা যারা এখানে উপস্থিত আছি, তা শুধু আমাদের মাদরাসার শিক্ষার্থীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য একটি বড় শিক্ষা হতে পারে। আমি আপনাদের জানাতে চাই, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের অন্তর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যে শিক্ষা আমাদের চরিত্র গঠন করবে, যা আমাদের সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এসময় বক্তারা আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে রমজানের মাসে সকলের মধ্যে শান্তি, সমৃদ্ধি এবং সুখ-শান্তি কামনা করেন।
এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্ররা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।চিনাডুলী দারুল হাদীস মাদরাসার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত