
নিউজ ডেস্ক
ছাত্র-জনতার আন্দোলনে দীর্ঘ দিন ক্ষমতায় থাকা আওয়ামিলীগের সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের দেশ স্বৈরাচার মুক্ত হয়। বিপ্লব পরবর্তী দাবী উঠে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের। দীর্ঘদিন সময় পারি দেয়ার পর ১০ তারিখ শনিবার ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামিলীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। সেই আনন্দে ভাসছে দেশ।
নরসিংদীতেও আনন্দ উৎসবে মেতে উঠেছে সবাই। আনন্দ মিছিল করে উল্লাস করেছে নতুন রাজনৈতিক দল এনসিপি নরসিংদী জেলা।
১১ মে রোববার বিকালে নরসিংদীর তাহমিদ চত্বর হতে মিছিলটি শুরু হয়ে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। বক্তব্যে উত্তরাঞ্চলের সংগঠক নরসিংদী জেলা জজকোর্টের নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. শিরিন আক্তার শেলি বলেন, স্বৈরাচারের মৃত্যু হয়েছে। তাই আমরা আনন্দ করছি। বর্তমান সরকার সকলের সরকার। তাই জনবান্ধন যে কোন কাজই তারা করতে পারবে। সকল রাজনৈতিক দলের সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কেন একক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবেনা।
জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, এড. জাকির হোসেন, হাবিবুর রহমান, সদর প্রতিনিধি আবির হোসেন, এম আর ফারাবি, পলাশ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম রাকিব, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ খান বিলাল, আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমাল, ফহিম ভুইয়া রাজ অভি, খালেদ সাইফুল্লাহ প্রমুখ।