নিউজ ডেস্ক

আজ (১২ মে) সোমবার প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার বিষয়ে শুধু জাতীয় ঐকমত্য কমিশন (এনসিপি) নয়, দেশের সব বড় রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। আওয়ামী লীগ অতীতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে। তারা গণতান্ত্রিক সংস্কৃতিকে ধ্বংস করেছে, অথচ এখন উল্টো সবাইকে জঙ্গি বলে প্রচার চালাচ্ছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করলেও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং তারা নিজেদের অপকর্ম আড়াল করতে অন্যদের ওপর দোষ চাপাচ্ছে।

শফিকুল আলম দাবি করেন, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের বড় ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তদন্তে এখন পর্যন্ত তেমন প্রমাণ মেলেনি।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষায় দোষীদের জবাবদিহির আওতায় আনা সময়ের দাবি। এই ব্যাপারে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে।