মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

‘ডেভিল হান্ট’ নামে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান বিশেষ অভিযানে আজমিরিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রভাবশালী সার ব্যবসায়ী মঞ্জু কান্তি রায় (৬৫)গ্রেপ্তার করেছে পুলিশ।  গত সোমবার ১২ ই মে সন্ধ্যা ৮ টায় অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে আজমিরীগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়েছে।

অভিযানে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা সার পাচার, রাজনৈতিক হয়রানি, এবং বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।

সূত্র মতে, মঞ্জু কান্তি রায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সুযোগ কাজে লাগিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটিয়ে চাহিদার অতিরিক্ত সার গোপনে মজুদ করে তা কালোবাজারে বিক্রি করতেন। কৃষকদের যখন সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়ার কথা, তখনই তার মাধ্যমে উচ্চমূল্যে তা বিক্রি হতো। এই কাজে তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন, যা স্থানীয় আওয়ামীলীগ এর একাংশের নীরব সহযোগিতায় দীর্ঘদিন ধরে চলছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, ” সে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কৃষকদের—সার নিয়ে সে যে অন্যায় করেছে, তাতে অনেকেই ফসল উৎপাদনে ব্যর্থ হয়েছে। 

এ বিষয়ে আজমিরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন ,ডেভিল হান্টের অপারেশনে  থাকে গ্রেপ্তার করা হয়েছে , যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে  ,আমাদের ডেভিল হান্টের অভিযান নিয়মিত অব্যহত থাকবে।