
নিউজ ডেস্ক

১২ মে সোমবার গভীর রাতে সরকার একটি গেজেট জারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্ত করে নতুন একটি অধ্যাদেশ কার্যকর করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ সৃষ্টি করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তির উদ্যোগ এবং সদ্য জারি হওয়া ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ বাতিলের দাবিতে তিন দিনের কলম বিরতির ডাক দিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’
রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার ১৩ মে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শুল্ক ও আয়কর কর্মকর্তারা। তারা বলেন, দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এনবিআরের সব দপ্তরে এ কর্মসূচি পালন করা হবে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বৃহস্পতিবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকােল ৩টা পর্যন্ত এ বিরতি চলবে বলে জানানো হয়।