
নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট অফ লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করে।
আজ (১৪ মে) বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করা হয়।
ডি.লিট ডিগ্রি গ্রহণ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সম্মান আমার জীবনের এক গুরুত্বপূর্ণ প্রাপ্তি। আমি আশা করি, এখানকার শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সমাজ পরিবর্তনে অসাধারণ অবদান এবং বিকল্প উন্নয়ন ভাবনার পথপ্রদর্শক হিসেবে অধ্যাপক ইউনূসের জীবন ও কর্ম বাংলাদেশের গৌরব। এ কারণে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।