
আহসানুল হক নয়ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ মার্চ হতে ১৫ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এর ১ হাজার ৩৮টি শাখার প্রায় ১৮ লক্ষ গ্রাহক এর মধ্যে থেকে লটারির মাধ্যমে ৩১ টি পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে মেগা পুরস্কার মোটরসাইকেল পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বাইশমৌজা বাজার শাখার গ্রাহক মো. সাদ্দাম হোসেন।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে মেগা পুরস্কার বিজয়ী সাদ্দাম হোসেনের হাতে মোটর সাইকেল ও হেলমেটসহ যাবতীয় কাগজপত্র তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মহা ব্যাবস্থাপক আশরাফুজ্জামান খান। এসময় আরো উপস্থিত ছিলেন মহাব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমান, উপ মহাব্যাবস্থাপক আতিকুর রহমান, উপ মহা ব্যাবস্থাপক ইউছুফ খান, সহককারী মহাব্যাবস্থাপক মো: হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বাইশমৌজা বাজার শাখার ব্যাবস্থাপক মো. মহসিন, জিটিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি জহির রায়হান, কবির হোসেন মাস্টার, সেলিম খান ও ব্যাংকের বিভিন্ন গ্রাহকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।