বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বিজয় কর রতন কিশোরগঞ্জ প্রতিনিধি:-মিঠামইন উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দিন ব্যাপি সেমিনারের সভাপতিত্ব করেন,মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মো: আব্দুল্লা আল মামুন। সেমিনারে বিশেষ আলোচনায় অংশ নেয়, বেনজীর আহমেদ (ডেপুটি ডাইরেক্টর প্রশাসন), বিজ্ঞান প্রযুক্তি  মন্ত্রণালয়।মোল্লা জামান ( সিনিয়র সাইন্টিফিক অফিসার), বিজ্ঞান প্রযুক্তি  মন্ত্রণালয়।আলমগীর কবির ( ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা), ওবায়দুল ইসলাম অপু (উপজেলা কৃষি কর্মকর্তা), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার প্রমুখ।এছাড়াও মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ ও তমিজা খাতুন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক গণ অংশ নেয়। এছাড়াও  উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।