নিউজ ডেস্ক

আজ (১৯ মে) সোমবার প্রেসক্লাবে ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করব না। বরং কেউ তাদের পুনর্বাসনের চেষ্টা করলে, তাতে বাধা দেওয়া হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের হাতে বিএনপি সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। খুন, গুম, নির্যাতন—কোন কিছুই বাদ রাখেনি তারা। তাই তাদের সঙ্গে কোনো আপোষের প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার, তা করা উচিত। প্রয়োজনে অধ্যাদেশ জারি করেও সংস্কার করা যেতে পারে। সরকার যদি ডিসেম্বরের পর নির্বাচন নিতে চায়, তবে এর পেছনে সুনির্দিষ্ট ব্যাখা থাকতে হবে।

নির্বাচন পেছানোর মাধ্যমে কোনো দলকে জোট গঠনে বা সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হলে, জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই সিনিয়র নেতা।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার কোন ম‍্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে না। কেউ জানেনা আমরা কোন দিকে যাচ্ছি।

তিনি বলেন, সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে কেউ জানেনা, নির্বাচনের রোডম্যাপ দেয়া বাদে বাকি সব করে সরকার একটা অনিশ্চয়তা তৈরি করছে।