নিউজ ডেস্ক

আজ (১৯ মে) সোমবার লন্ডনে আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশ আজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এখন সময় এসেছে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার।

তারেক রহমান বলেন, আমরা একটা জায়গায় পৌঁছেছি। এখন প্রয়োজন দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। ক্রীড়া ক্ষেত্রসহ প্রতিটি অঙ্গনে উন্নতির জন্য রাজনীতিবিদসহ সবার একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি জানান “ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা আছে। অন্তত দুটি ওয়ার্ডের মাঝে তিন থেকে চার বিঘা জমি নিয়ে মাঠ করে তোলা হবে, যেখানে বাচ্চারা খেলবে এবং মুরুব্বিরা হাঁটবে। মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে। এমন একটি চিন্তা আমাদের আছে।”

অনুষ্ঠানে তারেক রহমান ক্রীড়া সংগঠক হিসেবে আরাফাত রহমান কোকোর অবদানের কথা স্মরণ করেন এবং তার স্মৃতিকে সম্মান জানিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।