স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট পদ হারিয়েছেন ফারুক আহমেদ। শুক্রবার বিকেলে বোর্ড সভায় পরিচালকদের ভোটে বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমিনুল। জাতীয় দলের সাবেক অধিনায়ককে বোর্ডের শীর্ষ পদ থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক ও টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

গতবছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একবছর না হতেই তার উপর আস্থা হারিয়ে ফেলেছেন বিসিবি পরিচালকরা। জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন বাতিল করে।

বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুকের মনোনয়ন বাতিল করার খবর জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফারুকের প্রতি ৮ পরিচালকের অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন কারণ হিসেবে দেখানো হয়।

একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়। শুক্রবার দুপুরে তাকে বোর্ড পরিচালক হিসেবে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিকেলে সভাপতি করা হল তারকা সাবেক ব্যাটারকে।

লম্বাসময় ধরে মেলবোর্নে পরিবার নিয়ে থাকা আমিনুল বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। হাই-পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক সাজানো, বিভিন্ন ট্রেনিং এডুকেশন কার্যক্রম পরিচালনা করেন। সম্প্রতি পারিবারিক প্রয়োজনে দেশে এসেছেন। এসেই বিসিবি প্রধানের দায়িত্ব নিলেন। বিসিবির দায়িত্ব শেষে আইসিসিতে ফিরে যাওয়ার সুযোগ থাকবে তার।