সম্পাদক
নিউজ ডেস্ক:
ভারতের বাঁধ খুলে দেওয়ায় সৃষ্ট বন্যায় চার দিন বন্ধ থাকার পর ঢাকার সাথে চট্টগ্রামের ট্রেন চলাচল আবারও শুরু হতে যাচ্ছে। সোমবার ২৬ আগস্ট রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টেশন ছাড়বে তূর্ণা এবং রাত পৌনে ১২টায় ছাড়বে চট্টগ্রাম মেইল। পরদিন মঙ্গলবার ২৭ আগস্ট থেকে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে।
এর আগে ২২ আগস্ট বেলা সাড়ে ১২টা থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন পূর্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানিয়েছিলেন, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন বন্যার পানিতে ডুবে গেছে। সিলেট রুটের কয়েকটি জায়গায়ও পানি উঠেছে। এছাড়া বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কক্সবাজার রুটের পাহাড় ধসও হয়েছে। সার্বিক পরিস্থিতি মিলিয়ে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

