শাকিল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের অর্ন্তগত সামাজিক সংগঠন জাগরণী ইসলামি তরুণ সংঘের পরিচালনায় এবং আয়ারল্যান্ড প্রবাসী বৃহত্তর মোহাম্মদনগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন এর পক্ষ থেকে একজন ব্যক্তির ঘরের টিন কিনার জন্য একটি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার ( ১৩ জুলাই) রাত ৮ ঘটিকার সময় জাগরণীর কার্যালয়ে সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় শিক্ষা সম্পাদক আলী হাসানের কুরআন তিলাওয়াত ও সভাপতি শাহরিয়ার শাকিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড প্রবাসী বৃহত্তর মোহাম্মদনগর গ্রামের কৃতি সন্তান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী ইসলামি তরুণ সংঘের উপদেষ্টা ও সৈয়দা মোকাম ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কবির হোসেন। উপদেষ্টা জুনেদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে ইসলামি সংগিত পরিবেশেন করেন জাগরণীর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগরণী ইসলামি তরুণ সংঘের প্রকাশনা সম্পাদক রাহিম আহমদ।

এ-সময় উপস্থিত ছিলেন জাগরণী ইসলামি তরুণ সংঘের অর্থ সম্পাদক রাশেদ আহমদ, স্কুল কার্যক্রম সম্পাদক সাকিবুল ইসলাম, জাগরণীর শুভাকাঙ্ক্ষী বাবুল হোসেন, উস্তার আলী, ইসলাম উদ্দিন প্রমুখ। উল্লেখ্যঃ অনুষ্ঠানে প্রধান অতিথি দেলোয়ার হোসেন জাগরণীর বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের প্রতি প্রশংসা করে বলেন।জাগরণী ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেই লগ্ন থেকে ধারাবাহিক ভাবে সমাজের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। এবং বর্তমানে সকল উন্নয়ন মূলক কাজে নিখুঁত ভাবে জড়িত রয়েছে, যা দেখে আমি গর্বিত হই।আগামীতে জাগরণীর যে কোনো প্রয়োজনে সর্বাত্নক সহযোগিতার হাত প্রসারিত করে আমার সহযোগিতা অব্যাহত রাখবো।