নিউজ ডেস্ক:

রোববার ১৪ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে কোন কোন দেশে কী কী পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করা যায় তা খুঁজে বের করে তালিকা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, এখন সময় কূটনীতি বা রাজনীতির নয়, এখন সময় বাণিজ্যিক কূটনীতির। আমরা সেভাবেই সকলকে কাজ করার নির্দেশ দিয়েছি।

বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে বিভিন্ন প্রতিষ্ঠান। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ ৭৬ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানী পদক ও একটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক দেয়া হয়েছে।

২০২১-২২ অর্থবছরের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭ রপ্তানিকারককে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, নানা সমালোচনা সত্ত্বেও বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়ায় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে।

করোনা ও যুদ্ধাবস্থার কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়লেও তা কাটিয়ে উঠতে সকলকে উদ্যোগী হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।