নিউজ ডেস্ক:

নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশ ও বিজিবির সাথে দফায় দফায় সংঘর্ষে গুলিতে তাহমিদ ভূঁইয়া নামে এক শিক্ষার্থী নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধায় নিহতের বিষয়টি নিশ্চিত করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান। এর আগে বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে সংঘর্ষে রাবার বুলেটের আঘাতে নিহত হন তিনি।

নিহত তাহমিদ ভূঁইয়া সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম) স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

বিকেলে পূর্বঘোষিত সময় অনুযায়ী নরসিংদী শহর থেকে বিভিন্ন সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে জেলখানা মোড়ের দিকে যায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও বিজিবি সড়ক অবরোধে বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সাথে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। 

এসময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।