সম্পাদক

আবদুর রহমান

নিউজ ডেস্ক:

ঢাকার সাভারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের পর নিহতের বিষয়টি নিশ্চিত করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এর আগে দুপুরে রাবার বুলেটের আঘাতে নিহত হন তিনি।

নিহত ওই শিক্ষার্থী ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী বলে জানা গেছে।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে জানানো হয়, এখন পর্যন্ত একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার নাম ইয়ামিন। তিনি ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী বলে জানা গেছে।