নিউজ ডেস্ক:
সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় আরও ২২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪ জনকে গ্রেফতার করেছে।
এদিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার জামায়াতের তিন নেতাকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ওদিকে সারা দেশে পুলিশের অভিযানে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত বিএনপি-জামায়াতের আরও ৪৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা : নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২টি মামলা হয়েছে। এসব মামলায় আরও ২২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ২২৯টি মামলায় ২ হাজার ৭৬৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কেএন রায় নিয়তি এসব তথ্য জানিয়েছেন।
এদিকে রোববার সকাল পর্যন্ত সারা দেশে ৩০৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ৬ জন এবং বাইরে থেকে ৮ জনসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪।কোটা সংস্কার আন্দোলন চলাকালে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার জামায়াতের তিন নেতাকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। তারা হলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান ও জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ। জামায়াতের অফিস থেকে ধানমন্ডি সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার সন্ধ্যায় ধানমন্ডির অবসর ভবনে জামায়াতের অফিসে অভিযান চালিয়ে গ্রেফতার তিন জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে বলেও জানিয়েছে সিটিটিসি। সিটিটিসির উপকমিশনার (ডিসি) মিশুক চাকমা যুগান্তরকে বলেন, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তারা অ্যাটাকও করে। তবে ব্যর্থ হয়ে পরে তারা প্রধান সড়কে গিয়ে বাসে আগুন দেয়। তিনি আরও বলেন, কোটা আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে নাশকতার জন্য তারা বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করেছে। ডোনারদের লিস্ট পেয়েছি। সেগুলো নিয়ে কাজ চলমান আছে।
ঢাকার কেরানীগঞ্জে পুলিশের দায়ের করা দুই নাশকতার মামলায় যুবলীগ নেতাসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের তালিকায় বিএনপি-জামায়াতের পাশাপাশি যুবলীগের এক নেতাও রয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, কারও গায়ে যুবলীগ, শিবির এসব লেখা থাকে না। সে মামলার এজাহারে ২৬নং আসামি। এজন্য তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
দোহার-নবাবগঞ্জে হামলার উদ্দেশ্যে গোপন বৈঠককালে পেট্রোল বোমা ও হামলার সরঞ্জামাদিসহ ৬ জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে।
চট্টগ্রাম : নগরীর মুরাদপুরে ছাত্রলীগ কর্মীকে মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগে শনিবার নগরীর পাঁচলাইশ থানায় আরও একটি মামলা হয়েছে। কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় সিএমপিতে এ নিয়ে ২০টি মামলা হলো। সংঘাতে জড়িত থাকার অভিযোগে ২৪ ঘণ্টায় নগরীতে ৪০ জন এবং জেলায় ১০ জনসহ ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীতে ২০টি এবং জেলায় ১১টিসহ ৩১ মামলায় এ পর্যন্ত ৮৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সিএমপি ও জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এদিকে কথিত শিবির ক্যাডার মো. সরওয়ারকে শনিবার রাতে নগরীর বালুছরা এলাকা থেকে চান্দগাঁও থানা পুলিশ গ্রেফতার করেছে।
ময়মনসিংহ : জেলায় নাশকতার ১৫টি মামলায় ২৪ ঘণ্টায় গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফাসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।
রংপুর : সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় ১৪ মামলায় মহানগর এলাকা থেকে সংগীতশিল্পী হৃদয় জেজেসহ বিএনপি-জামায়াতের ২১ জন এবং জেলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১০ দিনে ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বরিশাল : বিএনপি নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনে প্রকাশ্যে কেউ অংশগ্রহণ করেনি। তবুও ৩০ জনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে নেতারা অভিযোগ তুলেছেন। বরিশালের বাবুগঞ্জ থানার ওসি বলেন, আইনশৃঙ্খলা এবং দেশের স্বার্থে নাশকতা মামলায় গ্রেফতার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর : রোববার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলাদা ২ মামলার ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে শেরপুর কোর্টের ইনস্পেকটর কেএম শহিদুল হক জানিয়েছেন। নেত্রকোনা : নাশকতা মামলায় রোববার বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার সাতজনসহ এক সপ্তাহে ৪৩ জনকে জেলা পুলিশ গ্রেফতার করেছে।
কিশোরগঞ্জ : রোববার সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ৮ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, গ্রেফতার ৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।