মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

“সচেতন যুবকরাই সমাজের প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে রবিবার ২৮ জুলাই বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমতলা ক্লিনিক মোড় থেকে একরামুলের বাড়ি পর্যন্ত কাচা রাস্তাটিতে সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে “সচেতন যুব সংঘ” সংগঠনের উপদেষ্টা নাঈম খন্দকারের আর্থিক সহযোগিতায় ও ফুলবাড়ি যুব মানব সেবা সংগঠনের সার্বিক সহযোগিতায় কাদা হওয়া রাস্তায় ২০ ট্রলি ইটের খোয়া দিয়ে চলা চলের সুব্যবস্থা করা হয়েছে।

এসময় সংগঠনের সদস্যরা ও এলাকাবাসী বেশ কিছু মানুষ রাস্তা মেরামত কাজে সহযোগীতা করে কাজ সম্পূর্ণ করেন।ঐ এলাকার আইয়ুব আলী জানান,এটি একটি মানবিক কাজ। যারা এই মানবিক কাজগুলো অর্থনৈতিক ও শারীরিক শ্রম দিয়ে করিতেছে, তারা সমাজের গর্ভ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ওই এলাকার একরামুল হক জানান, আমাদের বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়েছে। একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, সাইকেল বা মোটরসাইকেল দিয়ে যাতায়াত করা খুব কষ্টকর। আজকে এই ইটের খোয়া এবং যারা শারীরিক শ্রম দিয়ে এই রাস্তাটি মেরামত করলো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

ফুলবাড়ি যুব মানব সেবা সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান নয়ন জানান নাঈম ভাই আমাদেরকে এই মানবিক কাজগুলোর করার জন্য অর্থনৈতিক দিক দিয়ে অনেক সহযোগিতা করেছেন, আমি নাঈম ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি।