নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় একটি র‌্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করার পর উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন, উপজেলা আইসিটি প্রোগ্রামার আনোয়ার হোসাইন প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবী, মৎস্য চাষি ও মৎস্য সেক্টরের সাথে জড়িত অন্যান্য সুফল ভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস সেক্টরে বিশেষ অবদান রাখায় ৪ জনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সনদপত্র ও সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন উপজেলা পর্যায়ে ৩য় বারের মত সফল মাছ উৎপাদনকারী ইয়াছিন আরাফাত বাবুল, সফল পোনা উৎপাদনকারী হাবিবুর রহমান, সফল মাছ উৎপাদনকারী মোহাম্মদ মহসিন ও মো. এহেছানুল করিম।