এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনকারীদের দেশব্যাপী হত্যা, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভোলা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা গণমিছিল করেছে। দুই দিকে পুলিশ ও নৌবাহিনীর টহলের মধ্যে চলেছে তাদের গণমিছিল ও বিক্ষোভ।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর ভোলা শহরের বকুলতলা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা।পরে কালিনাথ বাজার হয়ে সদর রোড আসার পথে দরগাহ রোড, খলিফাপট্টি জামে মসজিদসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে তাদের সঙ্গে যোগ দেয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশ নেওয়া মিছিলটি সদর রোড, কালিবাড়ির রোড়, ডিসি অফিস সড়ক ঘুরে সকরারি স্কুল মাঠের ইলিশ ফোয়ারার চত্বরে এসে অবস্থান নেয়।সেখানে ঘণ্টাব্যাপী অবস্থানকালে আন্দোলনকারীরা সরকার বিরোধী স্লোগানের পাশাপাশি তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন।
তাদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা। দাবি না মানলে সামনে আরো কঠিন আন্দোলন চলবে।এদিকে শুক্রবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলকায় পুলিশ মোতায়েন ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে ঘিরে দিনব্যাপী বাড়তি সর্তক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। একই সময়ে সদর রোডে টহল দিতে দেখা গেছে নৌবাহিনীর টহল টিমকে।