নিউজ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে গণভবন ঘেরাও করে সাধারণ ছাত্র-জনতা। এর আগেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বিভিন্ন সূত্রের খবর, শেখ হাসিনা পদত্যাগের পর ছোটবোন শেখ রেহানাসহ পরিবার নিয়ে দেশ ছেড়েছেন।

পদত্যাগ করে দেশ ছাড়ার আগে নিজের একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলনে শেখ হাসিনা। কিন্তু সেই সুযোগ তিনি পাননি। একাদিক দেশ-বিদেশি গণমাধ্যম সূত্রে তা জানা গেছে।

বিভিন্ন সূত্রের খবর তার সাথে দেশ ছেড়েছেন তার ছোটবোন শেখ রেহানাও। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। এদিকে বেলা ৩টার পর গণভবনে ঢুকে পরে ছাত্র জনতার বিরাট একটা অংশ।