মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বেলকুচি উপজেলা ৬নং বড়ধুল ইউনিয়নে বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়নে বিজয় মিছিল করছে সাধারণ জনগণ। এর আগে বড়ধুল ইউনিয়নে বিভিন্ন স্থান ও এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়নে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় জনতা। বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে বড়ধুল ইউনিয়নে সর্বস্তরের জনগণ। পরবর্তিতে বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়নে বিভিন্ন এলাকায় সৈরাচার সরকারের পতনের খুশিতে মিষ্টি বিতরণ করছেন সাধারণ মানুষ। আনন্দ মিছিলে নিয়ে আসা লোকজন বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলনে যেভাবে গুলি করে হত্যা করেছে সাধারণ শিক্ষার্থীসহ নানান বয়সে মানুষ জনকে মনে হয়েছিল আবারও স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধ জয়ের আনন্দ পেয়েছি শেখ হাসিনার পতন হয়েছে।