নিউজ ডেস্ক

দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ-অনশনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা করে জিরো পয়েন্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। কিন্তু সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙেই সচিবালয়ে এসে বসে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনশনরত শিক্ষার্থীরা।

সোমবার ১৩ জানুয়ারি বিকেল চারটা পঞ্চাশ মিনিটে সচিবালয় গেটে এসে বসে পড়ে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান,’ ‘মূলা না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘একশন টু একশান, ডাইরেক্ট একশান’, ‘দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে?’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

অনশনে অংশ নেয়া শিবিরের সাবেক দপ্তর সম্পাদক ইব্রাহীম আলী বলেন, যেকোনো দাবি আদায়ে সর্বশেষ পন্থা হলো অনশন কর্মসূচি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।