
নিউজ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিনটি দাবির মধ্যে সরকার দুটি দাবি মেনে নেয়ায় অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে তারা। মেনে নেয়া দাবি দুটি হলো, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর এবং পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড কাজ সম্পন্ন করা। অপর দাবিটি আলোচনার মাধ্যমে সমাধান করবেন। তবে আলোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ থাকবে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় এ ঘোষণা দেন অনশনে অংশ নেয়া ফয়সাল মুরাদ ও এ কে এম রাকিব।
এ কে এম রাকিব বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের কাছে একটা চিঠি এসেছে। সেখানে আমরা সুস্পষ্ট বার্তা পেয়েছি। আগামী ১৫ জানুয়ারি বুধবার সভায় তারা আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবেন। আর দুইটা হলের স্টিল বেইজড কাজ সম্পন্ন করবেন। আর আমাদের যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা কীভাবে কত করে দিবে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, যেহেতু আমাদের তিনটি দাবির মধ্যে দুটি দাবি মেনে নেয়া হয়েছে তাই আমরা অনশন প্রত্যাহার করছি। তবে সভা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের ক্যাম্পাসে কোনো কার্যক্রম চলবে না, কমপ্লিট শাটডাউন থাকবে।