
নিউজ ডেস্ক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজধানী এবং দেশের অন্যান্য স্থানে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা প্রয়োজন। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের নিকট আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২০ মে) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এসময় ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা চলমান পরিস্থিতির উপর প্রতিবেদন উপস্থাপন করেন।