আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পূর্বাঞ্চলের গুরুত্বপুর্ণ আখাউড়া স্থলবন্দর। ভারতের নিষেধাজ্ঞার ৩য় দিনে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হলো মাছ ও  ভোজ্য তেল। স্বাবাভিক সময়ে   প্রতিদিন এ বন্দর দিয়ে প্রায় অন্তত  দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হতো।

বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৬ ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার ফলে কমেছে রপ্তানির পরিমান। ভারতের নিষেধাজ্ঞায় নেতিবাচক প্রভাব পড়লেও বন্দর দিয়ে মাছ ও ভোজ্য তেল রপ্তানি অব্যহত রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, আজ মঙ্গলবার সকালে ২০ টন হিমায়িত মাছ রপ্তানি হয়েছে। এছাড়া বন্দরে ১০টন ভোজ্য তেল রপ্তানির অপেক্ষায় রয়েছে। তবে বেলা শেষে রপ্তানির পরিমান আরো কিছুটা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।  

উল্লেখ্য, তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সবকটি পণ্যই নিয়মিত রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে- যা বন্দরের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।